সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বাড়ির গ্যারেজে সিনেমার সংবাদ সম্মেলন মৌসুমীর

ফোরাম প্রতিবেদক / ১২৫ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৮, ২০২২
বাড়ির গ্যারেজে সিনেমার সংবাদ সম্মেলন মৌসুমীর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমি অভিনীত নতুন সিনেমা আসছে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুক্তির দিনক্ষণ জানানোর সংবাদ সম্মেলন আহ্বান করেন নায়িকা মৌসুমী। অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, তার নিজের বাড়ির গ্যারেজে ‘ভাঙন’ সিনেমার সংবাদ সম্মেলন চলছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে এ দৃশ্য দেখা যায়।

আনকাট সেন্সর প্রাপ্ত ‘ভাঙন’ সিনেমার পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন। ‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তাঁরা বসবাস শুরু করেন বস্তিতে। তাঁদের গল্পগুলোই নির্মাতা তুলে ধরেছেন ‘ভাঙন’-এ।

সিনেমায় ফেরি করে চুরি ফিতা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। দীর্ঘ বিরতি দিয়ে তিনি ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে নাম লেখান। এর আগে গত বছর তার অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

মৌসুমী ছাড়াও ‘ভাঙন’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায় প্রমুখ। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে ভাঙন সিনেমাটি। একইদিন অবশ্য মৌসুমির আরও একটি সিনেমা মুক্তি পাবে। আশুতোষ সুজন পরিচালিত দেশান্তর সিনেমাটিও মুক্তি পাবে ১১ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান