দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে তাহসান-মিথিলাকে। চরকির অরিজিনাল সিরিজ ‘বাজি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তারকা অভিনেতা তাহসান খানের। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও এই সিরিজে রয়েছেন। পবিত্র ঈদুল আজহায় নির্মাতা আরিফুর রহমানের সিরিজটি মুক্তি পাবে চরকিতে ।
এতে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ ‘বাজি’র গল্প। আর মিথিলা একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে এই সরিজের ট্রেলার প্রকাশ করেছে চরকি। সংবাদ সম্মেলনে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, সিরিজের নির্বাহী প্রযোজক আরিক আনাম খান, নির্মাতা আরিফুর রহমান, অভিনেতা তাহসান খান, মিথিলা, অর্ষা, মিম মানতাশা, পার্থ শেখসহ অনেকে উপস্থিত ছিলেন। সিরিজটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তারা।
তাহসান বলেন, ‘প্রায় দুই বছর বিরতির পর কাজে ফিরেছি। মাঝখানে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। চরকি ও আরিফের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটা পছন্দ করেছি। নির্মাতা অনেক পরিশ্রম করেছেন।’
সহশিল্পীদের সর্ম্পকে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি। যদিও সাত পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা যাবে।’ তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাশা। মিম, অর্ষাসহ আরও শিল্পীদের প্রশংসা করেছেন তাহসান।
সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’
মিথিলা বলেন, ‘ট্রেলারটা প্রথমবার দেখলাম। খুব ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে প্রথম কোনো সিরিজ। আরিফের প্রথম ওয়েব সিরিজ। তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আশা করছি, সিরিজটি ভালো লাগবে।’
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যতœ নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে ‘বাজি’। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী—সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। আশা করছি, সবার ভালো লাগবে সিরিজটি।’ তাঁর ভাষ্যে ‘আমরা ক্রিকেট খেলে, দেখে বড় হয়েছি। সিরিজটা দর্শকেরা রিলেট করতে পারবেন।’
এর আগে ‘একাত্তর’, ‘মন্টু পাইলট ২’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিথিলা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে কঙ্কণদাসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা।
You must be logged in to post a comment.