বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানার মধ্যে সম্পর্কে সমীকরণের কথা কম বেশি সকলের জানা। প্রকাশ্যে রাশ্মিকাকে জড়িয়ে ধরতে দুবার ভাবেননি দক্ষিণী সুপারস্টার বিজয়। মঞ্চ থেকে নেমে এসে রশ্মিকাকে অভিনন্দন জানিয়েছিলেন অভিনেতা। পর্দায় তাঁদের রসায়ন বেশ জমকালো হলেও, বাস্তবে সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সম্পর্কে জল্পনা ছিল তুঙ্গে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেত্রীর। তবে রাশ্মিকার সঙ্গে সেই সমীকরণ আজও রয়ে গিয়েছে তাঁর। এমনকি শোনা যায় তাঁরা নাকি লিভইনের সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে। যে বাড়িতে থাকেন বিজয়, সেখান থেকেই বহুবার ছবি পোস্ট করেছেন রাশ্মিকা।
ডিনার ডেট থেকে শুরু করে পরিবারের সঙ্গে একফ্রেমে তোলা ছবি, সবই তাঁদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। এবার সপরিবারে বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকার ছবি সামনে আসতেই জল্পনা উঠলো তুঙ্গে। তবে এবার আর প্রেম নয়, এবার জল্পনায় জায়গা করে নিল বিয়ে। দুই পরিবার এক হতেই ভক্তদের মনে প্রশ্ন তুঙ্গে, তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুটি? তার উত্তর স্পষ্ট না হলেও দক্ষিণী দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। যদিও বহুদিন ধরেই একসঙ্গে রয়েছেন এই জুটি, ফলে একসঙ্গে একটি ডিনার কিংবা রোমান্টিক ট্রিপ যথেষ্ট নয় তাঁদের বিয়ের খবর অনুমান করার জন্য। তাই এই সুখবর শোনার জন্য আর কিছুটা অপেক্ষা করতেই হবে ভক্তদের।
তবে রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এখন বেজায় গভীর। প্রথম থেকেই রাশ্মিকাকে বেশ পছন্দ করেন বিজয়। একাধিকবার প্রকাশ্যে সে কথা জানিয়েছিলেন অভিনেতা। বলিউডে পা রাখার পর একাধিক সম্পর্ক যখন তাঁর জীবনে উঁকি দিয়েছিল, প্রকাশ্যে তখনও তিনি রাশ্মিকার দিকেই ইঙ্গিত করেছিলেন তাঁর মনের মানুষ কে, সে প্রশ্নের উত্তরে। তাঁদের ছুটি কাটাতেও দেখা যায়। এখন ভক্তরা কেবল তাঁদের বিয়ের খবরের অপেক্ষায়।
You must be logged in to post a comment.