দেশের ঐতিহ্যবাহী বিশেষায়িত সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচনে সভাপতি পদে রাজু আলীম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (সংবাদ প্রতিদিন) বিজয় হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহসাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হোরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাঈনুল হক ভূইয়া, লিটন এরশাদ, লিটন রহমান, রুহুল আমিন ভূইয়া, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।
বাচসাস নির্বাচন ২ সেপ্টেম্বর, বিভ্রান্তির কোন সুযোগ নেই
টেলিভিশন দর্শক ফোরাম এর পক্ষ থেকে বিজয়ীদের জানাই অভিনন্দন। যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আশা করি নতুন কমিটি ঐতিহ্যের বাচসাস, সম্প্রীতির বাচসাস’র অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
You must be logged in to post a comment.