দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকা মান্দানাকে নিয়ে দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অভিনয় করে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেত্রী। শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ্যে এলো রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ ছবির নতুন পোস্টার। যেখানে বাঙালি সাজে দেখা দিলেন এই দক্ষিণী অভিনেত্রী। একই সঙ্গে সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম নিয়ে অনুরাগীদের মনে যে জল্পনা ছিল, সেটাও ফুরালো এই পোস্টার প্রকাশে। তাকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতে।
ক’দিন আগে প্রকাশ্যে এসেছিল এ সিনেমায় রণবীর কাপুর ও অণিল কাপুরের লুক। এবার এলো রাশমিকার। পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্টারে রাশমিকা হাসি মুখ নিজের নিচের দিকে তাকিয়ে আছেন। পরনে মেরুন-সাদা চেক শাড়ি ও একই রঙের ব্লাউজ। কপালে সিঁদুরের টিপ। চুল বাধা।সেই আবেদন আরও বাড়িয়ে দিয়েছে গলায় বাঁধা মঙ্গলসূত্র। এমনকি মিলেছে চরিত্রটির নামের আভাসও। এ সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘গীতাঞ্জলি’। ক্যাপশনে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের গীতাঞ্জলি’।
রাশমিকা এই পোস্টে টিজার ও সিনেমাটি মুক্তি পাচ্ছে কবে, সেই বার্তাও দিয়েছেন অনুরাগীদের। গত ১১ আগস্ট সিনেমা হলে ‘অ্যানিমেল’ মুক্তির কথা ছিল, কিন্তু ‘গাদার ২’ এবং ‘ওএমজি ২’র সঙ্গে ক্ল্যাশ করায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। এবার নতুন তারিখ প্রকাশ করলেন অভিনেত্রী।
অভিনেত্রীর ওই পোস্টে জানা গেছে, সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। এর আগে রণবীর কাপুরের জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) প্রকাশ পাবে টিজার। এ সিনেমায় রণবীর-রাশমিকা-অনিল ছাড়াও রয়েছেন ববি দেওল ও তৃপ্তি দিমরি প্রমুখ।
এক ভক্ত লিখেছেন, ‘মনে হচ্ছে চরিত্রটি দারুণ হবে’। আরেকজন লিখেছেন, ‘আপনার চেয়ে ভালো আর কেউ নেই পুরো ইন্ডাস্ট্রিতে। আপনি সবচেয়ে সুন্দর ও গর্জিয়াস’। সূত্র: হিন্দুস্তান টাইমস
You must be logged in to post a comment.