বলিউড অভিনেত্রী সানি লিওন নীল দুনিয়া ছেড়েছেন বেশ কিছুদিন আগে। এখন শুধু অভিনয়েই মনযোগী সাবেক এই পর্নতারকা। একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পথচলা শুরু সানির। এরপর ধীরে ধীরে রুপালি জগতে শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন।
তবে অনেকেই জানেন না যে প্রাপ্তবয়স্ক ছবিতে কাজ করা থেকে বলিউডে সানির যাত্রা সহজ ছিল না। এর মাঝে, তিনি অনেক চ্যালেঞ্জ এবং বড় হার্টব্রেকসের মুখোমুখি হয়েছেন। মাত্র দুই মাস আগে প্রতারিত হওয়ার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী।
তনুজ ভিরওয়ানির সঙ্গে ড্যান্স রিয়ালিটি শো এমটিভি ‘স্প্লিটসভিলা এক্স ৫’ হোস্ট করছেন সানি। অনুষ্ঠানের সর্বশেষ পর্বে, সানি ফাঁস করেছেন, তার প্রাক্তন সঙ্গী বিয়ের মাত্র দুই মাস আগে তাকে প্রতারণা করেছিল। প্রতিযোগী দেওয়াঙ্গিনীকে সান্ত্বনা দেওয়ার সময় নিজের অতীতের কথা বলেছেন তিনি। জানান, এক সময় তারও মন ভেঙেছিল।
বিশ্বজুড়ে এই অভিনেত্রীকে নিয়ে নানা চর্চা। বর্তমানে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখী বিবাহিত জীবন, তিন সন্তানের বাবা-মা তারা।
You must be logged in to post a comment.