রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। একই দিনে সিনেমাটির মুক্তির কথা ছিল বাংলাদেশেও কিন্তু তা সম্ভব হয়নি। আজ (৭ ডিসেম্বর) বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। একই সাথে ৪৮টি হলে মুক্তি পেয়েছে অ্যানিমেল।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, দ্রুতই নাকি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আলোচিত এই সিনেমাটি। তবে নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি।
সিনেমাটির মূল ভার্সনে রান টাইম ৩ ঘণ্টা ২২ মিনিট। তবে নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরো বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি।
এর আগে শাহরুখ খানের জওয়ান সিনেমাতেও একই ঘটনা চোখে পড়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে সিনেমাটির কিছু দৃশ্য বাড়িয়ে মুক্তি দেওয়া হয়েছে। ‘অ্যানিমেল’র ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে।
বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। যেখানে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন সাউথ ইন্ডিয়ান নায়িকা রাশ্মিকা মন্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর ও ববি দেওল প্রমুখ।
এদিকে মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। সারা বিশ্বে আয়ের পরিমাণ ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।
You must be logged in to post a comment.