এবার পর্দায় এসেছে ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’। আজ (শুক্রবার) ২৭ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
ভৌতিক এই ছবিতে একটি নয়, দুটি কিশোরীর মধ্যে একই সঙ্গে অপশক্তির ভর হয়। আর তারপর শুরু হয় নানা অদ্ভুতুড়ে ঘটনা। অ্যাঞ্জেলা ও ক্যাথরিন নামের দুটি মেয়ে যেন ক্রমেই সম্পূর্ণ অন্য দুই অস্তিত্বে পরিণত হতে থাকে।
ছবিতে দেখা মেলে ক্রিস ম্যাকনেলের। সেই প্রেতাবিষ্ট কিশোরী রেগানের মা। তিনি সাহায্য করতে এগিয়ে আসেন অ্যাঞ্জেলা ও ক্যাথরিনকে। পরে এক দৃশ্যে রেগানেরও দেখা মেলে।
এর আগে ১৯৭৩ সালে গোটা পৃথিবী ভয়ে শিউরে উঠেছিল ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমা দেখে। সেই ছবিরই সরাসরি সিকুয়েল এই ছবি। এক্সরসিস্ট ফ্র্যাঞ্চাইজির এটা ষষ্ঠ ছবি। ছবির পরিচালক ডেভিড গর্ডন গ্রিন। গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’।
‘দ্য এক্সরসিস্ট’র সাফল্যে পরবর্তীতে এই সিরিজের বেশ কয়েকটি সিক্যুয়েল নির্মিত হয়, কিন্তু কোনোটিই প্রথম পর্বের সমতুল্য জনপ্রিয়তা পায়নি
You must be logged in to post a comment.