রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশে ফুটবল উল্লাসের ভিডিও পোস্ট করল ফিফা

ফোরাম প্রতিবেদক / ১২৬ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৭, ২০২২
বাংলাদেশে ফুটবল উল্লাসের ভিডিও পোস্ট করল ফিফা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ফুটবল বিশ্বকাপে এবার আর্জেন্টিনার শুরুটা হয়েছিল হার দিয়ে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যায় তারা। তাতে বড় ধাক্কা খায় আর্জেন্টিনার বাংলাদেশি ফুটবল সমর্থকরা।

গতকাল (২৬শে নভেম্বর) দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল মেক্সিকো। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আলবিসেলেস্তেদের জিততেই হতো এ ম্যাচ। এমন ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এই উল্লাসের ভিডিও শেয়ার করেছে ফিফাও।

টুইটারে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ভিডিও শেয়ার করে ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে’।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র। শুধু ড্যাফোডিল নয়, গতকাল রাতে আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে উৎসবের আবহ তৈরি হয় গোটা বাংলাদেশে। আর জয়ের পর গভীর রাতে আর্জেন্টাইন সমর্থকরা মিছিলও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান