নোরা ফাতেহি তার নতুন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে এসেছিলেন ঢাকায়, গিয়েছিলেন কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ মঞ্চে। সবকিছু ছাপিয়ে নতুন করে খবরের শিরোনাম হলেন এ অভিনেত্রী।
নতুন সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হন ‘দিলবার’ কন্যা। সেখানে এক গোপন তথ্য ফাঁস করেন তিনি। শো’তে নোরার কাছে জানতে চাওয়া হয়, কখনও শুটিং করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল? জবাবে নোরা ফাতেহি বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি তাকে চড় মারি এবং সেও আমাকে পাল্টা চড় মারে। আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরে। এরপর আমাদের মধ্যে বিশাল যুদ্ধ বেঁধে যায়। পরিচালক এসে সেটা থামিয়েছিলেন।’
তবে কবে, কখন, কোন অভিনেতার সঙ্গে এমন ‘থাপ্পড়-চুলোচুলি’ কাণ্ড ঘটেছিল, তা অবশ্য পরিষ্কার করেননি নোরা। ধারণা করা হচ্ছে, ঘটনাটি সাম্প্রতিক সফরের নয়, ৯ বছর আগের।
উল্লেখ্য, নোরা ফাতেহি ‘রোয়ার টাইগারস অব দ্য সুন্দরবন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এই ছবির দৃশ্য ধারণের জন্য এ তিনি প্রথমবার বাংলাদেশে এসেছিলেন। তখন এই ঘটনা ঘটে।
You must be logged in to post a comment.