বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর মুক্তিযুদ্ধ ’৭১ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট যৌথ প্রযোজনায় ছয়টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট-য়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের নির্মিত এ প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে;
১. জনযুদ্ধ ’৭১
২. মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার
৩. বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ
৪. বিলোনিয়ার যুদ্ধ
৫. একাত্তরের নৌ-কমান্ডো
৬. আকাশে মুক্তিযুদ্ধ
গত বছর মার্চ মাসে গবেষণাধর্মী এ প্রামাণ্যচিত্রগুলির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এরপর সারা দেশে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও নানা সংগঠন ছবিগুলোর প্রদর্শনী করেছে। তবে দেশের জনসাধারণের দেখার সুবিধার্থে ছবিগুলির প্রযোজনা সংস্থা মুক্তিযুদ্ধ ’৭১ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট সিদ্ধান্ত নিয়েছে ছবিগুলি ইউটিউবে মুক্তি দেবার। আগামী ১২ই মে থেকে এ ছয়টি প্রামাণ্যচিত্র বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
https://www.youtube.com/@bangladeshfilminstitute
https://youtu.be/qdQit4DLPgg
You must be logged in to post a comment.