বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

বাংলাদেশের ছবিতে মিমির নায়ক কে?

ফোরাম প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২৩
বাংলাদেশের ছবিতে মিমির নায়ক কে?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ দেশের শিল্পীদের সঙ্গেও তাঁর মিতালী ভাব সকলেরই জানা। টি এম রেকর্ডসের ব্যানারে ‘তুই আর আমি’ নামে একটি গানের ভিডিওচিত্রে নিরবের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন টালিগঞ্জের এই নায়িকা। এবারও আসছেন তিনি, তবে সেটা সিনেমার নায়িকা হয়ে! জানা গেছে, প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর শুটিংয়ে অংশ নিতে শিগগিরই আসছেন বাংলাদেশে। সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। অভিনয় করবেন ঢাকা-কলকাতা তথা দুই বাংলার বেশ ক’জন জনপ্রিয় শিল্পী।

বিষয়টি নিশ্চিত করে সূত্র জানায়, নাম চূড়ান্ত না হওয়া মিমি চক্রবর্তীর এই সিনেমা পরিচালনা করবেন ‘ন ডরাই’খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। এ বছরের অক্টোবরেই শুরু হচ্ছে শুটিং। চিত্রনাট্য লেখাও সম্পন্ন। রোমান্টিক গল্পের এই সিনেমায় থাকবে সামাজিক বার্তা।

আরও জানা যায়, পুরোপুরি কমার্শিয়াল ধাঁচে তৈরি হবে মিমির এই ছবি। দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও বিদেশের মাটিতে। বেশ কিছু গান থাকবে সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কণ্ঠে। তবে সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত নয়। শিল্পী বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে।

বিষয়টি নিয়ে কথা বলতে নির্মাতা অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সিনেমায় মিমি চক্রবর্তী থাকছেন কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। শুধু বললেন, ‘টিএম ফিল্মস থেকে আমি একটি সিনেমা করছি—এটা ঠিক। এ বছরই ছবিটির শুটিং হবে। সেখানে অভিনয়শিল্পী কারা থাকছেন, সেটা তখনই জানা যাবে। এখনই কোনো কিছু প্রকাশ করব না। সব চূড়ান্ত হলে টিএম ফিল্মস থেকেই ঘোষণা আসবে।’

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে তানিম রহমান অংশু ও রায়হান রাফীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। তারই একটি মিমি চক্রবর্তীর এই ছবি। দ্রুত শুটিং শেষ করে আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান