মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্ল্যাশ’

ফোরাম প্রতিবেদক / ১০০ জন দেখেছেন
আপডেট : জুন ১৩, ২০২৩
বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্ল্যাশ’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিনোদন ডেস্ক: মেতে উঠেছে ডিসি কমিকসের ‘ব্যাটম্যান’ ভক্তরা। দরজায় কড়া নাড়ছে নতুন ছবি। আগামী ১৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও মুক্তি পাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। জানিয়েছেন, দেশে প্রদর্শনের জন্য এরমধ্যে ছবিটি পেয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও কোভিড মহামারির কারণে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বিলম্বিত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের সাথে সাথে ঝড়ের গতিতে পৌঁছে যায় ভক্তদের কাছে।

ভক্তদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে আবার ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেকের ফিরে আসার খবরে। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।

এই জুনে বাংলাদেশসহ বিশ্ব বক্স অফিস মাতিয়ে তুলতে যাচ্ছে ‘দ্য ফ্ল্যাশ’। ডিসির কামব্যাক ফিল্ম হতে পারে এটি। দশর্কদের সাড়া ও অগ্রিম বুকিং থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করবে ৭ কোটি ৫০ লাখ ডলার। যদিও এর আগে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ প্রথম সপ্তাহে আয় করেছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার। তবে ডিসির সিনেমার যে অবস্থা সে তুলনায় এই ছবিটি ভালো অবস্থানে আছে। কারণ ডিসির ‘ব্ল্যা অ্যাডাম’র প্রথম দিকের আয় ছিল এর চেয়ে কম। বিশেষত ‘শাজাম’ আয় করেছিল মাত্র ৩ কোটি ডলার। সেদিক থেকে ‘দ্য ফ্ল্যাশ’-এর সম্ভাবনা ভালো। বিশ্লেষকরা বলছেন, প্রথম সপ্তাহের পর সিনেমার আয় বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান