অপেক্ষার পালা শেষ। অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’ আগামী ৫ অক্টোবর ‘নেটফ্লিক্সে’ মুক্তি পাচ্ছে। বলিউডভিত্তিক বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামা এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন বাঁধন।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে। ট্রেলারে বাধনের চরিত্র তৈরি করেছে কৌতূহল।
২০২১ অক্টোবরে দিল্লিতে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন। এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
গত বছরের শেষের দিকে অ্যাকশন, ক্রাইম ও থ্রিলারধর্মী সিনেমাটির টিজার প্রকাশ পায়। সে সময় সিনেমা মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।
You must be logged in to post a comment.