দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আজমেরি হক বাঁধন। চলতি বছরে মুক্তি পেটে যাচ্ছে তার ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি। বাঁধন অভিনীত সানী সানোয়ার পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (২৩ মে)। চোখ, ঠোঁটে ক্রুদ্ধ- হাতে রিভলভার হাতে ধরা দিয়েছেন অভিনেত্রী। পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে।
নিজের ফেসবুকে বাঁধন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’ ঈদুল ফিতরে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছিল। প্রায় ১ মিনিটের টিজারে চৌকস পুলিশ অফিসার হিসেবে প্রশংসা পেয়েছিলেন বাঁধন। সিনেমাপ্রেমীদের মত ঈদুল আযহায় ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে। যদিও পোস্টার প্রকাশ করলেও সিনেমাটি মুক্তি নিয়ে কিছু বলেননি বাঁধন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটির শুটিং শুরুর আগে এশা মার্ডার: কর্মফল সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা সানী সানোয়ার জানিয়েছিলেন সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনা কেন্দ্র করে। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এ সিনেমার গল্প।
এশা মার্ডার: কর্মফল সিনেমায় এশা চরিত্রে অভিনয় করবেন পূজা ক্রুজ। এ সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে তার। এ সিনেমায় আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।
You must be logged in to post a comment.