বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

বসন্ত ছুঁয়েছে হলিউড তারকা টম ক্রুজকে

বিনোদন ডেস্ক / ৫৭ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৮, ২০২৫
বসন্ত ছুঁয়েছে হলিউড তারকা টম ক্রুজকে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ক’দিন আগেই নিজের জন্মদিনে প্রেমে পড়ার কথা জানালেন বলিউড অভিনেতা আমির খান। সংবাদ সম্মেলনে প্রেমিকা গৌরীকেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। কে বলবেন মিস্টার পারফেকশনিস্টের বয়স ৬০! তেমনি এবার বসন্ত ছুঁয়েছে হলিউড তারকা টম ক্রুজকে।

গত ফেব্রুয়ারি থেকেই শোনা যাচ্ছে যে, ‘ব্যালেরিনা’খ্যাত অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৬২ বছর বয়সী ‘টপ গান’ অভিনেতা। দিন যত যাচ্ছে, হলিউডে আরও জোরালো হচ্ছে এই গুঞ্জন। যদিও টম ক্রুজ কিংবা আনা দে আরমাস—দুজনের কেউই এই কথা কখনো উড়িয়ে দেওয়ার চেষ্টা করেননি! বরং লন্ডনে আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা ভক্তদের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ইংল্যান্ডের রাজধানীতে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা। লন্ডন হেলিপোর্ট থেকে বের হওয়া সময় দুজনেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন। হাঁটার সময় খুব একটা কথা বলছিলেন না। চেহারা ছিল হাস্যোজ্জ্বল। স্পষ্ট আঁচ করা যাচ্ছিল যে, বেশ ভালো সময় কাটছে দুজনের।

লন্ডন হেলিপোর্টের সেই ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার মাত্রা আবারও বেড়ে গেছে।

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) একসঙ্গে ডিনার করার মাসখানেক পরই তাঁদের আবারও দেখা গেল। দুজনে একটি রেস্তোরাঁ থেকে খাবার নিলেন, আনার হাতে দুটি টেকআউট ব্যাগ ছিল। কয়েকজন ভক্তকে হ্যালো বললেন, তারপর একই ট্যাক্সিতে রওনা দিলেন।

ভক্তরা অবশ্য ধরে নিয়েছেন যে, টম ও আনা ডেটিং করছেন। যদিও তাঁদের সম্পর্ক বন্ধু কিংবা ভবিষ্যতের সহযোগী ছাড়া আর কিছুই হতে পারে না। সর্বোপরি, দুজনেই বর্তমান অ্যাকশন চলচ্চিত্র জগতের বড় তারকা।

এদিকে, বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে যে, তারা আনা দে আরমাস ও টম ক্রুজের টিমের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি।

সূত্র: টিএমজেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান