মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

বলিউড তারকাদের হাট বসেছে হাউজফুল ৫-এ

বিনোদন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৮, ২০২৪
বলিউড তারকাদের হাট বসেছে হাউজফুল ৫-এ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এটা ভালোবাসার মরশুম কিনা জানি না। কিন্তু এটা যে সিক্যুয়েলের মরশুম সেটা নিঃসন্দেহে বলা যায়। আর প্রতিটি সিক্যুয়েল ব্লকবাস্টার হচ্ছে। এমন অবস্থায় হাউজফুল ৫ যে আসছে সেটা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল তাতে কারা কারা থাকবেন।

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে বা বসে আছেন। এই ছবিটি পোস্ট করে জানান এঁরাই থাকবেন হাউজফুল ৫ ছবিটিতে। কারা কারা থাকবেন ভেবেছেন হাউজফুল ফ্র্যাঞ্চাইজির এই আসন্ন ছবিটিতে? তাহলে চলুন গুনতি শুরু করা যাক?

হাউজফুল ৫ ছবিটি যে পুরো নক্ষত্রখচিত ছবি হতে চলেছে বলার অপেক্ষা রাখে না। থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও। আর এই সকল অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না।

এদিন যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে অক্ষয় স্যান্ডো গেঞ্জি পরেই পোজ দিয়েছেন। সামনের সারিতে জ্যাকি, সঞ্জয়, প্রমুখকে বসে থাকতে দেখা যাচ্ছে।

হাউজফুল ৫ ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি এই ছবিটির শ্যুটিংয়ের ফাইনাল শিডিউল শুরু হয়েছে। আর তখনই ছবিতে কারা কারা থাকতে চলেছেন সেটা প্রকাশ্যে আনা হয়েছে।

প্রসঙ্গত হাউজফুল ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি অর্থাৎ হাউজফুল ৪ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওল, চাঙ্কি পান্ডে, কৃতি খারবান্দা, পূজা হেগরে, নওয়াজউদ্দিন সিদ্দিকি, প্রমুখ।

তবে কেবল হাউজফুল ৫ নয়, আগামীতে আসছে ভাগম ভাগ থেকে শুরু করে হেরা ফেরি, ধুম ইত্যাদির মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সিক্যুয়েল। বাদ যাচ্ছেন না ডনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান