জমে উঠেছে ভারতের নির্বাচন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার এ ভোট চলবে আগামী ১ জুন পর্যন্ত। যার মধ্যে সোমবার (২০ মে) মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো পঞ্চম ধাপের ভোট। এতে সাধারণ মানুষের পাশাপাশি ভোট উৎসবে মাতলেন বলিউড তারকারাও।
সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন তারারা। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, কারিনা-সাইফ, ধর্মেন্দ্র, সালমান খানের বাবা সেলিম খান, শাহরুখ খানদের দেখা গেল ভোটের ময়দানে।
চলতি লোকসভা নির্বাচনেই প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি, সঙ্গে শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ভোট দেওয়ার পর দুজনেই রওনা দেন লন্ডনে।
গণমাধ্যমের সামনে অক্ষয় কুমার বলেন, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।’
অন্যদিকে, কাজে যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। গোলাপি সালোয়ার কামিজে বেশ সেজেগুজেই এসেছিলেন তিনি।
অন্যদিকে একাই দেখা গেল রণবীর কাপুরকে। আসেননি স্ত্রী আলিয়া ভাট। পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন রণবীর। পরে এসেছিলেন সাদা রঙের শার্ট।
ভোট দিয়েছেন সানি ও ববি দেওল। ২০২৩ সালে দুজনেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। ‘গাদার ২’ আর ‘অ্যানিম্যাল’র সাফল্যের পর নাগরিক দায়িত্ব পালন করতে দেখা গেল দুই ভাইকে। এসেছিলেন বাবা ধর্মেন্দ্রও।
মা-বোনকে নিয়ে নতুন গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন শিল্পা শেঠি। রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, অনন্যা পাণ্ডেরাও মিস করেননি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমির খান সঙ্গে করে এনেছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। একসঙ্গে এসেছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-ও। এদিন সাদা শার্টের ভেতর স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর বেবিবাম্প।
You must be logged in to post a comment.