মুম্বাইয়ের মায়ানগরীতে মুখার্জী বাড়ির দুর্গাপূজা বেশ জনপ্রিয়। সেখানেই গত বুধবার দেবী দুর্গাকে দেখতে হাজির ছিলেন রানি মুখার্জী ও কাজল। ষষ্ঠীর মণ্ডপেই দুই তারকার খোশ গল্পে আড্ডায় জমে ওঠার মুহূর্ত এখন আলোচনায়।
বছরে পূজার এই চার দিন বলিউড তারকার খোলস ছেড়ে বাঙালিয়ানা উপভোগ করেন তারা। নিজের হাতে খাবারও খান সেখানে। পরিচালক অয়ন মুখার্জীর বাবা দেব মুখার্জীর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে সেই বাড়িতে পূজা হচ্ছে। সম্পর্কে রানি-কাজলদের কাকা হন দেব।
প্রতিবার জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হয় এই পূজার। এবার সেখানকারই এসএনডিটি উইমেন ইউনিভার্সিটিতে রানি-কাজলদের পূজার আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাবেকি সাজে দেবীর বোধনে ব্যস্ত দেখা যায় রানি এবং কাজলকে।
এদিন রানিকে দেখা গেল শাঁখা-পলা পরে নীল রঙের সুন্দর চওড়া পাড়ের সিল্ক শাড়িতে। এবং কালের পরনে ছিল কমলা রঙের সুন্দর অরগাঞ্জা শাড়ি। গায়ে আঁচল দিয়েই ক্যামেরার সামনে পোজ দিলেন দুই বোন। ঠিক যেন ‘খাস বাঙালি’।
এছাড়াও প্রতি বছর প্রতিমা দর্শনে আসেন বলিউডের বড় বড় তারকারা। তাদের মধ্যে জয়া বচ্চন অন্যতম। একসময় সপরিবার আসতেন তারা। তবে গত বছর থেকে পরিবারে ফাটলের যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে, সেই আবহেই হয়তো একা এলেন জয়া। সেখানে প্রতি বছর কাজলের সঙ্গে পোজ দিতে দেখা যায় জয়াকে।
সপ্তমীর সকালে দুই দাপুটে বঙ্গকন্যার সাক্ষাৎ। দেখামাত্রই একে অপরকে জড়িয়ে চুম্বন করেন। জয়ার এমন আদুরে চুম্বনে আপ্লুত কাজলও। সপ্তমীর সকালে অর্গ্যানজা শাড়িতে সেজেছিলেন কাজল। জয়ার পরনে হলুদ সিল্কের শাড়ি। দেখা হওয়া মাত্রই খোশগল্প শুরু করে দেন তারা।
এদিকে দুর্গাপুজা উপলক্ষে মুম্বাইয়ের একটি প্যান্ডেলে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা গেছে সুস্মিতা সেনকে। সঙ্গে ছিলেন প্রেমিক রোহমান শল ও মেয়ে আলিশা সেন। এদিন দুর্গাপুজা প্যান্ডেলে একটি প্রিন্টেড গ্রিন টপ পরে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন সুস্মিতা।
প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সাথে নিয়ে এসেছিলেন। তবে এবার দুর্গোৎসব যা কিনা সকলের কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপূজা বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। –ইন্ডিয়ান এক্সপ্রেস
You must be logged in to post a comment.