বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বলিউড আর ঢালিউড একসাথে কাজ করবে: সোহেল খান

ফোরাম প্রতিবেদক / ২৯৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
বলিউড আর ঢালিউড একসাথে কাজ করবে: সোহেল খান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অবশেষে রাজধানীর বনানীতে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’র আউটলেটটির উদ্বোধন তার ছোট ভাই সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সোহেল। এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন তিনি।

ঢাকায় আসার পরই তিনি বলেন, এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের পরিবর্তে আমাকে গ্রহণ করবেন তো আপনারা?

ঢাকায় পোশাকের ব্যবসা শুরু করছেন সালমান খান

এ সময় সোহেল খান নানান বিষয় নিয়ে কথা বলেন, সাথে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের সিনেমার। এ সময় সোহেল বলেন, ‘বলিউড আর ঢালিউড যৌথ উদ্যোগে কাজ করবে সেদিনও খুব দূরে নয়। কারণ বাংলাদেশ এর মিডিয়া,চলচ্চিত্র খুবই অগ্রসরমান।খুব দেরি নয় যে ঢালিউড বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ থেকে ৫০ বছর আগে বলিউডও এতো ভালো অবস্থানে ছিল না। বলিউড পারলে, বাংলাদেশও পারবে।’

বলিউড অভিনেতা সোহেল খান বলেন, আমি বাংলা ফুডের অপেক্ষায় রয়েছি। এখনো মুখে তোলার সুযোগ হয়নি। সরাসরি অনুষ্ঠানে চলে আসছি। তবে হাতে সময় রেখেছি। কাল শুক্রবার সকাল পর্যন্ত রয়েছি। ভাবছি মাছ-ভাত আর বিরিয়ানি খাব।

অনন্ত-বর্ষাকে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দিলো পুলিশ

আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের না আসার পেছনের গল্পও জানান তিনি। বলেন, সালমান এখন ব্যস্ত সময় পার করছেন। তার হাতে অনেক কাজ। এ কারণে ওর পরিবর্তে আমি এসেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বলি তারকার সঙ্গে প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী হিসেবে রয়েছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

বিয়িং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে। এরই অংশ হিসেবে বিয়িং হিউম্যান ক্লোদিং চালু হয় ২০১২ সাল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান