এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় বলিউড অভিনেত্রী, রাজনীতিবিদ জয়া প্রদাকে ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
এরপর সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে।
উল্লেখ্য, জয়া প্রদা দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হন সমাজবাদী পার্টির হয়ে ৷ ২০০৪ ও ২০০৯ তিনি নির্বাচিত হয়েছিলেন ৷ রামপুর আসন থেকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন ৷ তারপরে আর জয়ের মুখ দেখেননি জয়া প্রদা ৷ রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদার রাজনৈতিক কেরিয়ার ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টির হাত ধরে যাত্রা শুরু করেন ৷ ১৯৯৬ সালে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার জন্য মনোনীত হন জয়া প্রদা ৷ তারপরে ২০০৪ সালে সমাজবাদী পার্টিতে যোগ দেন দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হন ৷
You must be logged in to post a comment.