বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডে জানালেন তিনি কাজের জন্য বাংলাদেশ এসেছিলেন। এ কথা সকলেই জানেন চাঙ্কি পান্ডে যে কেবলই বলিউডে দাপিয়ে কাজ করেছেন সেটাই নয়। বাংলা এমনকি বাংলাদেশেও একটা সময় চুটিয়ে কাজ করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশে গিয়ে কাজ করবেন বলে সেটাই এদিন প্রকাশ্যে আনলেন তিনি।
এদিন উই আর যুবা নামক একটি ইউটিউব চ্যানেলের শোতে হাজির ছিলেন অনন্যা পান্ডে এবং তাঁর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে। সেখানেই এদিন অনন্যা তাঁকে জিজ্ঞেস করেন যে অভিনেতাকে কেন তাঁকে কখনই তাঁর শ্যুটিংয়ের সেটে ডাকতেন না বা নিয়ে যেতেন না। এই বিষয়ে কথা বলতে গিয়ে চাঙ্কি পান্ডে জানান, ‘ যখন আমি আর তোমার মা (ভাবনা পান্ডে) বিয়ে করি সেই সময়টা আমার কেরিয়ারের সবথেকে খারাপ সময়। আমি সবে তখন বাংলাদেশ থেকে ফিরেছিলাম ভারতে। এখানে কাজ খোঁজার চেষ্টা করছিলাম। আর সেই কারণেই আমি তোমায় বা তোমার মাকে কখনও সেটে ডাকতে পারিনি। দূরে থেকেছি।’
এদিন কথায় কথায় চাঙ্কি আরও জানান যে আঁখে ছবিটির পর তাঁর কাছে কেবল একটা ছবির অফার ছিল, তিসরা কৌন। তারপর কাজ আসা প্রায় একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তাঁর কাছে। আর সেই কারণেই তিনি বাধ্য হন বাংলাদেশ যেতে। সেখানে গিয়ে তিনি ছবিতে কাজ করা শুরু করেন। অভিনেতা জানান তিনি সেই সময় প্রায় ৪-৫ বছর বাংলাদেশকেই নিজের বাড়ি বানিয়ে নেন।
চাঙ্কি পান্ডে আরও জানান অনেক কঠিন সময় এসেছে তাঁর জীবনে কিন্তু তিনি কাজ থামাননি। বাংলাদেশে থাকাকালীন তিনি একটি ইভেন্ট কোম্পানি খুলে ফেলেন বলেও জানান। সেখানে বিভিন্ন ইভেন্ট করাও শুরু করেন। তাঁর কথায়, ‘আমি জমি কেন বেচাও শুরু করি। ভাবো বাড়ি বাড়ি গিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি আমার ইগো সরিয়ে রেখে কাজ করে গেছি। আমি জানতাম আমায় যেভাবে হোক টিকে থাকতে হবে।’
প্রসঙ্গত চাঙ্কি পান্ডেকে আগামীতে হাউজফুল ৫ ছবিটিতে দেখা যাবে হাউজফুল ৫ ছবিটি যে পুরো নক্ষত্রখচিত ছবি হতে চলেছে বলার অপেক্ষা রাখে না। এখানে চাঙ্কির সঙ্গে থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। হাউজফুল ৫ ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি এই ছবিটির শ্যুটিংয়ের ফাইনাল শিডিউল শুরু হয়েছে।
You must be logged in to post a comment.