শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

বলিউডে আরিফিন শুভ, বিপরীতে সৌরসেনী?

বিনোদন প্রতিবেদক / ৩৫ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২৪
বলিউডে আরিফিন শুভ, বিপরীতে সৌরসেনী?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে। এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

গণমাধ্যমটিকে দেওয়া সৌমিকের বক্তব্য এমন,—‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? প্রশ্ন শুনে তাঁর বক্তব্য, ‘শুধু এই একটি কারণে বলিউড যাচ্ছি, কে বলল? মণীশ মালহোত্রর আগামী ছবিতে কাজ করেছি। তার শুটিং, ডাবিং, প্যাচ ওয়ার্কের জন্যও যেতে হয়েছে।’

শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিকের আগামী কাজ দেখা যেতে পারে সোনি লিভে।

সৌমিক এর আগেও একাধিক ছবি পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’। কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান