বলিউড মাত করে চলেছেন আমির খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও রাহুল বোস। চার জন ৪ ঘরানার কাজের জন্য বিখ্যাত। কেউ মারুকুটে, কেউ রোমান্টিক তো অন্যজন আর্টিস্টিক ছবি নিয়ে আছেন। তবে এ চারের মিলও আছে প্রকট। তাঁরা সবাই একসময় ছিলেন খেলাপাগল। সেই প্রসঙ্গেই এই লেখার অবতারণা—
আমির খান
২০২৪ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে ভারতের সাবেক টেনিস তারকা বিজয় অমৃতরাজের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাত্কারে আমির খান চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান যে, টেনিস খেলতে পছন্দ করতেন। তবে তাঁর বাবার জন্য তিনি এগোননি। তারকা খেলাধুলায় এতটাই ভাল ছিলেন যে তিনি মহারাষ্ট্র রাজ্য চ্যাম্পিয়নশিপের অংশ ছিলেন।
দীপিকা পাড়ুকোন
‘কাল্কি ২৮৯৮ এডি’ তারকা তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। বাবা নিজেও একজন ব্যাডমিন্টন কিংবদন্তি। মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য ১৬ বছর বয়সে খেলা ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত দীপিকা জাতীয় স্তরে খেলেছেন।
জন আব্রাহাম
বর্তমানে নিখিল আদভানি পরিচালিত আসন্ন ছবি ‘বেদা’তে অভিনয় করছেন জন আব্রাহাম। এই অভিনেতা ছোটবেলায় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। এই তারকা এতটাই ভালো ছিলেন যে তিনি সেন্টার ফরোয়ার্ড হিসাবে ভারতীয় এ-ডিভিশনে খেলেছিলেন। তিনি এখন তাঁর সহ-মালিকানাধীন ফুটবল দল নর্থইস্ট ইউনাইটেড এফসির মাধ্যমে এই প্যাশনকে ধরে রেখেছেন।
রাহুল বোস
পেশাদার খেলা খেলতেন অভিনেতা রাহুল বোস। যৌবনে তিনি ১১ বছর রাগবিতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মিডনাইট’স চিলড্রেন (২০১২) এবং বুলবুল (২০২০)-এর মতো চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসিত হন তিনি। বোস এখন ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের বর্তমান সভাপতি। সূত্র: হিন্দুস্তান টাইমস
You must be logged in to post a comment.