ভারতের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কখনো বাংলা, হিন্দি আবার কখনো হলিউড সিনেমায় ঝড় তুলেছেন। সেই সঙ্গে করেছেন নানা ভাষার সিনেমা। দর্শকপ্রিয় এই অভিনেতাকে এখন আর খুব একটা সিনেমাতে দেখা না গেলেও নিজের আগের অভিনয় দিয়ে এখনো মানুষের মনে জায়গা ধরে রেখেছেন।
সম্প্রতি ভিক্টর ব্যানার্জি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, এই অভিনেতার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত তার চিকিৎসা শুরু করা হয়। তবে স্বস্তির খবর এই অভিনেতার অবস্থা বেশি খারাপের দিকে যায়নি। চিকিৎসাকের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।
বয়সের দাড়ি পাল্লায় অভিনেতার বয়স এখন ৭৭ বছর। এই বয়সে এভাবে অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার ভক্তরা। এর আগে ২০২২ সালে এই অভিনেতাকে হাসপাতালের চৌকাঠ পেরোতে হয়েছিলো। সে বছর ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তিনি। এমনকি একই বছর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভিক্টর ব্যানার্জি।
ভিক্টর ব্যানার্জির অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। শুধু টলিউড নয়, হলিউড পরিচালকদেরও পছন্দের অভিনেতা তিনি। বহু সুপারহিট সিনেমা উপহার দিলেও, বাংলা ছবি থেকে বেশ কিছুদিন ধরেই দূরে ছিলেন অভিনেতা। তবে ২০২৩ সালে উইনডোজ প্রোডাকশনের শিবপ্রসদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’-এ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।
সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে শুরু করে জেমস আইভরি চলচ্চিত্র দুনিয়ার একের পর এক নামজাদা তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বাংলা-হিন্দি-ইংরাজির পাশাপাশি অসমীয়া ভাষায়ও কাজ করেছেন। তার অভিনীত আক্রোশ, ঘরে-বাইরে থেকে লাঠি আজও দর্শকের কাছে উপহার বলা চলে। রুপালি পর্দায় একের পর এক সফল অভিনয়। রক্তবীজ মুক্তির পর আবারও প্রমাণিত যে তার অভিনয় দেখার জন্য আজও মুখিয়ে ভক্তরা।
মালদার চাঁচোলের রাজা বাহাদুর ও হুগলীর উত্তরপাড়ার রাজার বংশধর অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শিলংয়ে শেষ করেছিলেন স্কুলজীবন। তারপর কলকাতা এবং পরবর্তীকালে বিদেশ পাড়ি। শুধু সিলভার স্ক্রিন নয়, থিয়েটারের মঞ্চেও তিনি একইভাবে সফল বলা চলে। ব্রিটিশ কাউন্সিল থেকে বম্বের মাটিতেও থিয়েটারে নজর কাড়েন তিনি। এমনকি, এশিয়ার প্রথম বাসিন্দা হিসেবে ব্রিটিশ থিয়েটারেও অভিনয় করেন তিনি।
You must be logged in to post a comment.