নায়িকাদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিজীবন নিয়ে থাকে নানান আলোচনা। এবারে সেই আলোচনার অংশ হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে নাম জড়িয়েছেন পরিচালক রাশিদ পলাশের। জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমার ‘ময়ূরাক্ষী’র নায়িকা ববি চড় মেরেছেন পরিচালককে।
ঈদে মুক্তি পাওয়া‘ময়ূরাক্ষী’ সিনেমা ঘিরে পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে। ‘ময়ূরাক্ষী’ সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিকমতো পরিশোধ করেননি। এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাধে। এসব নিয়ে কথা বলার একপর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক।
ঈদের দ্বিতীয় দিন রাতে নিকেতনের একটি বাসায় ববি পরিচালককে চড় মারেন, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কেউ কেউ। বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিচালক রাশিদ পলাশ। তিনি বলেন, ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজডোরে ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল। সেটার কোনো ভিডিও কেউ করে দেখায় সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে, আসলে তেমন না।
ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপনা করা হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পরিচালক বলেন, আমি ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি এটা সত্য। এর জন্য আমি একা দায়ী নই। শুটিংয়ের কল টাইম ১১টায় থাকলেও শিল্পী সেটে আসেন ৪টায়। চার-পাঁচটা সিক্যুয়েন্সের পরিকল্পনা থাকলে তা কমে একটা-দুটো করা যেত। যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি।
ববির পারিশ্রমিক ঠিকভাবে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয় রাশিদ পলাশ বলেন, ববির সঙ্গে আমার কথা হয়েছিল ৩ লাখ টাকা দেয়ার। আমি তিন লাখই দিয়েছি। ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে।
বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমে ববি বলেন, আমরা বন্ধু নই। সে একজন পরিচালক আমি একজন শিল্পী। এতটুকুই। সে কেন বন্ধু দাবি করছে আমি জানি না। আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক নয়।
অন্যদিকে শুটিংয়ে সময় মতো না আসা এবং বেশি পারিশ্রমিক দাবি করা প্রসঙ্গে ববি বলেন, সব মিথ্যা কথা। এমন যদি হতো সে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা আমার সমিতিতে অভিযোগ জানাতে পারত। সেটা কিন্তু করেনি। তার মানে এমন কিছু হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান আমার কাজে সন্তুষ্ট। তারা আরও আক্ষেপ জানিয়েছে আমাকে ঠিকমতো উপস্থাপন করতে পারেনি বলে। বরং তারা পরিচালকের কাজে বিরক্ত। নিজের দোষ ঢাকতে আমাকে নিয়ে মিথ্যাচার করছে।
You must be logged in to post a comment.