মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

ববির মেকআপম্যান আদর আজাদ!

ফোরাম প্রতিবেদক / ৩৩৩ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৮, ২০২৩
ববির মেকআপম্যান আদর আজাদ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চমকে গেলেন ববির মেকআপম্যান আদর আজাদ! না আবুল খায়ের চাঁদের নির্মাণে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। সিনেমাটির নাম ‘খোয়াব’। ছবিতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর অভিনয় করছেন।

সাহিত্য নির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ। এফডিসি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আবুল খায়ের চাঁদ বলেন, ‘‘তিনটি গল্পের ট্রিলজি সিনেমা এটি। এর মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক নতুন কিছু পাবে।’’

আদর আজাদ বলেন, ‘সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’

ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

‘খোয়াব’ সিনেমাটিতে আরও আছেন সাঞ্জু জন, সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান