‘মানুষ মানুষের জন্যে/ জীবন জীবনের জন্যে’—যেকোনো মানবিক সংকটে ভূপেন হাজারিকার এই গান অনুপ্রেরণা জোগায় সংগ্রামীদের। যুগ যুগ ধরে তাই হয়েছে, এখনও তাই! দেশের মানুষ আজ বন্যা বিপর্যয়ের মুখোমুখি। দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত। আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির হাহাকার চারদিকে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মানুষজন এগিয়ে এসেছে। বসে নেই বিনোদন অঙ্গনের তারকারাও। সরাসরি দুর্গত এলাকায় গিয়ে কাজ করছেন বন্যার্তদের সহায়তায়।
বন্যার্ত এলাকায় প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণসহ কেউ কেউ উদ্ধার কাজেও অংশ নিয়েছেন। ফেনীতে ছুটে গিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান ও তাসনুভা তিশা। সেখান থেকে ফেসবুক লাইভেও এসেছিলেন তাঁরা। জানিয়েছেন, সেসব এলাকায় শুকনা খাবারের সংকট দেখা দিয়েছে। তাই ঢাকা থেকে যারা ফেনীতে যাচ্ছেন, তাঁদের বেশি করে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধ নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ফেনীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিও। কয়েকজনের একটি টিম বানিয়ে বন্যার্তদের জন্য কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেসব বিষয়ে দিচ্ছেন আপডেট। এক পোস্টে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের যারা সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু কোনো কারণে পারছেন না, আমরা এখানে এই টিমটা নেক্সট কয়েকদিন কাজ করব। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আমাদের সহযোগিতা নিয়ে সাহায্য করতে পারেন। যদি কোনো সহযোগিতা লাগে ইনবক্স করবেন।’
বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত ফেনী। নির্মাতা মোস্তফা কামাল রাজ, রাফাত মজুমদার রিংকু, সকাল আহমেদ ও তুহিন হোসেনসহ একটি টিম সেখানে রয়েছেন। ঢাকা থেকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় বিতরণ করছেন তাঁরা।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য নিয়ে নোয়াখালীতে ছুটে গেছেন। রোববার (২৫ আগস্ট) এক পোস্টে তিনি বলেন, ‘ফেনী, সোনাগাজী, ফুলগাজী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি—এইসব এরিয়ার প্রত্যেকটি গ্রামে এটলিস্ট একটা করে ইমার্জেন্সি মেডিকেল টিম পাঠান, আজকে রাতের মধ্যে! ডাক্তার এবং হাসপাতাল সংকটে ভুগছে অনেক ইমার্জেন্সি রোগী, গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুরা।’
এদিকে, নাটকের আরেক অভিনত্রী অহনা রহমানও ত্রাণ নিয়ে গিয়েছেন চৌমুহনীতে। রোববার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আমি আপাতত আমার পক্ষে যতটুকু সম্ভব করে এখন ঢাকা রওনা দিলাম। মন ভালো না। আপনারা দয়া করে সবাই সবার পাশে থাকবেন।’
নিজ জেলা কুমিল্লায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন নির্মাতা খিজির হায়াত খান। প্লাবিত এলাকায় গিয়ে নৌকার অভাবে সাহায্য না করতে পেরে সেনাবাহিনীর কাছে সব প্রয়োজনীয় দ্রব্য হস্তান্তর করেছেন তাঁরা। পরের দিন নৌকা ব্যবস্থা করে মানুষকে উদ্ধার ও খাবার সহায়তা করতে আবারও ছুটে গিয়েছেন। এখনও কাজ করছে তাঁর টিম।
পার্বত্য চট্টগ্রামের ফটিকছড়িতে রয়েছেন অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান। ফেসবুকে নিয়মিত তিনি সেখানকার আপডেট দিচ্ছেন।
ফেনীতে আরও গিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি জানান, বিশুদ্ধ পানির অভাবে স্থানীয় মানুষেরা বন্যার পানি পান করছেন। দ্রুত সেখানে বিশুদ্ধ পানি ও ত্রাণ পাঠানো প্রয়োজন।
এ ছাড়া নির্মাতা আরাফাত হোসাইন, অভিনেতা রাশেদ সীমান্ত, ইমরান হাশোসহ অনেকে সরাসরি বন্যাদুর্গত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
You must be logged in to post a comment.