সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তারকাদের

অনলাইন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৪, ২০২৪
বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তারকাদের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন দক্ষিণাঞ্চলের জেলাগুলো। দুশ্চিন্তায় গোটা দেশের মানুষ। এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারকারাও।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুদিন ধরেই সোচ্চার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দেশবাসীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে সবশেষ পোস্টে ফারুকী লেখেন, মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনও তাই করি। নৌ-সেনা-বিমান বাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দূর্গত এলাকার কাছে-দুরে যেখানে যত স্পিডবোট- ইঞ্জিন নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।

ফেসবুকে বন্যার কয়েকটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। ছবিগুলোয় দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে, কেউ জীবন রক্ষায় গামলায় ভাসিয়েছেন শিশু। আবার কাউকে দেখা যায় গৃহপালিত প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে।

সংগীতশিল্পী আসিফ লেখেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।

বন্যাদুর্গত এলাকার বেশকিছু আশ্রয়কেন্দ্রের হটলাইন নম্বর শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেইসঙ্গে সবাইকে সতর্ক করেছেন অভিনেতা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, আসুন আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

নির্মাতা অমিতাভ রেজা লেখেন, নির্লজ্জের মতো এখনই সব দাবী নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এরকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত অন্য অঞ্চলের প্রতি সহানুভূতি জানিয়েছেন । তিনি লেখেন, আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।

বন্যার্ত শিশুর ভাইরাল হওয়া ছবিটি বেশি শেয়ার করছেন তারকারা। যদিও দাবি করা হচ্ছে ছবিটি কৃত্রিমভাবে তৈরী। জায়েদ, পরীসহ বহু তারকা ছবিটি শেয়ার করেছেন।

পরী এই ছবিটি শেয়ার করে লেখেন, আল্লাহ! কী করবো আমি! বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।

একই ছবি জায়েদ খান শেয়ার করে লেখেন, কোন ভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন।

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ভার্চুয়াল ব্যানার শেয়ার করেছে নাজিয়া হক অর্ষা লেখেন, আসুন, আমরা সবাই সবার পাশে দাঁড়াই।

জনপ্রিয় দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম বন্যার্তদের সহায়তায় এবারও তারা ঐক্যবদ্ধ হলেন একই ব্যানারের ছায়াতলে। ‘চলুন এবার বন্যার্তদের পাশে দাঁড়াই’- স্লোগানে ফান্ড সংগ্রহ করছেন তারা। জানিয়েছেন, আগামী তিনদিন (২৪ আগস্ট পর্যন্ত) আপনাদের পাঠানো ডোনেশন সংগ্রহ করবো এবং যত দ্রুত সম্ভব সাহায্য নিয়ে পৌঁছে যাবো বন্যা কবলিত গ্রামে।

বন্যার্তদের জন্য অপু বিশ্বাস প্রার্থনা করছেন। বন্যাকবলিত অঞ্চলের ছবি দিয়ে ফেসবুকে অপু লিখেছেন, ‘আল্লাহ, বন্যার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করুন।’ এর আগে আরও এক পোস্টে বাংলাদেশের মানচিত্রের ছবি দিয়েছেন অপু। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ফেনী, কুমিল্লা, নোয়াখালীর জন্য প্রার্থনা।’

এছাড়া নিজেদের সামর্থ অনুযায়ী সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছেন আরোও অনেকে। তারকারা একাত্মতা জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেছেন সবাইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান