টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১টি জেলা প্লাবিত। বিরাজ করছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। দুর্ভোগ চরমে ওঠায় বাড়ছে অসহায় বানভাসিদের আর্তনাদ। এমন মানবিক সংকটে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাট্যদল অনুস্বর।
বন্যা কবলিত মানুষের সহায়তায় দলটি আয়োজন করেছে ‘বিবিধ শোক অথবা সুখ’ নামের একটি নাটকের প্রদর্শনী। এ থেকে প্রাপ্ত তহবিল ব্যয় হবে ত্রাণ সরবরাহের কাজে।
নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। আজ (৩০ আগস্ট) বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সেগুনবাগিচার পাইয়োনিয়ার রোডের অনুস্বর স্টুডিওতে মঞ্চায়ন হবে এটি। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ও ৩০০ টাকা।
ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ নাটকটি ‘প্রলম্বিত প্রহর’ নামে ভাষান্তর করেছেন প্রফেসর আবদুস সেলিম। তাঁর অনুমতি নিয়ে নাটকটি নিজের মতো করে সাইফ সুমন লিখেছেন বিবিধ শোক অথবা সুখ নামে।
এতে অভিনয় করেছেন ফৌজিয়া করিম অনু ও এস আর সম্পদ। মঞ্চ পরিকল্পনা করেছেন সাকিল সিদ্ধার্থ। আলো পরিকল্পক হিসেবে রয়েছেন অম্লান বিশ্বাস। সংগীত করেছেন ইউসুফ হাসান অর্ক।
You must be logged in to post a comment.