সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন

বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক!

ফোরাম প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৫, ২০২২
বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বন্ধ হয়ে যাচ্ছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কার্টুন নেটওয়ার্ক। এমনি খবরে তোলপাড় নেটদুনিয়া। নব্বইয়ের দশকের অত‍্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ‍্যানেল কার্টুন নেটওয়ার্ক নাকি এবার শেষমেষ বন্ধ হতে বসেছে। কারণ সম্প্রতি ওয়ার্নার ব্রুস স্টুডিওর তরফে ঘোষনা করা হয়েছে, কার্টুন নেটওয়ার্ক স্টুডিও এবং ওয়ার্নার ব্রুস মিলেমিশে একটি ব্র‍্যান্ড তৈরি হতে চলেছে। আর এরপর থেকেই মন খারাপ দর্শকদের।

সম্প্রতি খবর প্রকাশ‍্যে এসেছিল, ওয়ার্নার ব্রুস সংস্থাটি প্রায় ৮২ জন কর্মী ছাঁটাই করেছে। এরা কেউ অ্যানিমেশনে কাজ করতেন, কেউ স্ক্রিপ্টেড বা আনস্ক্রিপ্টেড অংশে। দুই সংস্থা মিশে যে ব্র‍্যান্ড তৈরি হবে তার নাম ‘ওয়ার্নার ব্রুস’ই রাখা হবে বলে খবর। তবে কি এটাই কার্টুন নেটওয়ার্কের ইতি?

খবর ছড়াতেই নেটপাড়ায় স্মৃতিচারণের ঢল। ৩০ বছর পর বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক। প্রিয় কার্টুন এব‌ সর্বোপরি ফেলে আসা ছোটবেলাকে চিরতরে হারিয়ে ফেলার দুঃখে মন ভারাক্রান্ত সবার। টুইটে টুইটে ছয়লাপ সোশ‍্যাল মিডিয়া। চোখের জলে ভাসছে ‘নাইন্টিস কিডস’।

বাড়ি ফিরলেন কৌতুক অভিনেতা রনি

টম অ্যান্ড জেরি, কারেজ দ‍্য কাওয়ার্ডলি ডগ, দ‍্য পাওয়ারপাফ গার্লস, স্কুবি ডু, ডেক্সারস ল‍্যাবরেটরি, জনি ব্রাভো, পপাই, বেন টেন, সামুরাই জ‍্যাক, পোকেমন, বেইবলেড, লুনি টুনস তালিকা দিতে বসলে রাত কাবার হয়ে যাবে।

প্রতিটি কার্টুনের সঙ্গে জড়িয়ে নস্টালজিয়া, ছোটবেলাটা তো আর ফিরে আসবে না, এই কার্টুনগুলোই ছিল একমাত্র সেই সময়টার স্মৃতিচারণের রাস্তা। সেই রাস্তাটাও বন্ধ হয়ে যেতে বসায় চোখের জল বাঁধ মানছে না কারোর।

ওয়ার্নার ব্রুসের তরফে যদিও গুজব উড়িয়ে জানানো হয়েছে, কর্মী ছাঁটাই হলে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না। সূত্রের খবর মানলে, নতুন প্রতিভাদের খোঁজে রয়েছে সংস্থা। নতুন রূপে, নতুন নামে শুরু হতে পারে চ‍্যানেলটি। কিন্তু তাতে কি শৈশবের স্বাদটা কেউ ফিরে পাবে? প্রশ্নটা রয়েই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান