শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করলেন সালমান খান

ফোরাম প্রতিবেদক / ২৯৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ২২, ২০২২
বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করলেন সালমান খান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছেন বলিউড অভিনেতা সালমান খান। খুনের হুমকি পাওয়ার পরই তিনি এ আবেদন করেন। গত জুন মাসে ভারতের এ সুপারস্টার ও তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়। খবর এনডিটিভি

গত ২৯ মে মাসে পাঞ্চাবের মানসাতে গায়ক মোসি ওয়াকে গুলি করে হত্যার পরই সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়।

আজ শুক্রবার (২২ জুলাই) এই সুপারস্টার মুম্বাই পুলিশের হেডকোয়ার্টাসে এসে বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করেন।

এর আগে সেলিমের নিরাপত্তাকর্মীরা যে হুমকি চিঠি উদ্ধার করেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সিধু মোসি ওয়াকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করা হচ্ছে। এর আগে কৃষ্ণসার হরিণ-কাণ্ডে সালমানকে হুমকি দিয়েছিলেন এই লরেন্সই। এ বারের ঘটনায় গ্যাংস্টারের সহযোগীদের জেরা করার পরে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান