দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বড় ব্যবধানে হেরেছেন। ট্রাক প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৯,০০৯টি।
এই আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২,৪১৯ ভোট।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। রোববার (৭ জানুয়ারি) রাতে ১৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
এর আগে, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোটের দিন সকালেই কেন্দ্রে উপস্থিত হন মাহি। নানান বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ফলাফলের বিষয়ে মাহি তখন বলেছিলেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক কেন আমি মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, আগামীকালকে এলাকাজুড়ে শোডাউন করব।’
You must be logged in to post a comment.