দীর্ঘ ১৮ বছর পর বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ভাষার মাস ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে তার ছবি ‘মায়ার জঞ্জাল’। ভারত ও বাংলাদেশের সিনেমা হলে একযোগে মুক্তি পাবে এই ছবি। ইতোমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও আছেন ঢাকার সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ।
ছবিটির প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেওয়া হবে। মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনা আছে।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে আবারও সিনেমায় ফিরছেন তিনি। ইতোমধ্যেই বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। জিতেছে বেশ কয়েকটি পুরস্কারও।
You must be logged in to post a comment.