বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

বচ্চন পরিবারে ‘সুখী’ নন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক / ৭১ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
বচ্চন পরিবারে ‘সুখী’ নন ঐশ্বরিয়া!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অমিতাভ ও জয়ার আদর্শ পুত্রবধূ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী। তবে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি তেমন ভালো সম্পর্ক নয় ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে তার দাম্পত্যও নাকি সুখের নয়, এমন কথাও শোনা গেছে। তাহলে সম্পর্কের কোনো সমস্যা দেখা দিয়েছে বচ্চন পরিবারে?

শোনা যায় ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভালো নয় জয়া বচ্চন ও অমিতাভকন্যা শ্বেতা বচ্চন নন্দার। সম্প্রতি প্যারিসেও উঠে এসেছিল সেই চিত্র। প্রথমবার ব়্যাম্পে ডেবিউ করেন নভ্যা। প্যারিসে হাজির ছিলেন শ্বেতা ও জয়া। সেই একই শহরে ছিল ঐশ্বরিয়ার ব়্যাম্প কিন্তু সেখানে দেখা মেলেনি শ্বেতা ও জয়ার। এমনকী নভ্যার পাশে দাঁড়াতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। এবার ছবি ক্রপ করাকে কেন্দ্র করেও উঠে এল সেই চিত্র।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন নভ্যা। সেখানে দেখা যায়, অমিতাভকে জড়িয়ে থাকতে দেখা যায় জয়া বচ্চন, অগস্ত্য নন্দা, নভ্যা নন্দা ও আরাধ্যা বচ্চনকে। এছাড়াও বাবার জন্মদিনে আদুরে ছবি পোস্ট করেন শ্বেতা বচ্চনও।

২০০৭ সালে বিয়ে হয় ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের। প্রায় ১৬ বছর হলো বচ্চন পরিবারে পুত্রবধূ হয়ে এসেছেন তিনি। অভিষেক-ঐশ্বর্যার বিয়ে ছিল সে বছর বলিউডের সব থেকে আলোচিত ইভেন্ট। তাঁদের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ ছিল না দর্শকদের।

যে সময় অভিষেককে বিয়ে করেন অভিনেত্রী, তিনি ছিলেন বলিউডের প্রথম সারির নায়িকাদের অন্যতম। বরাবরই তাঁর নামের পাশে যুক্ত হয়েছে নানা বিশেষণ। বচ্চন পরিবারে বিয়ের পর থেকে তাঁকে ডাকা হয় ‘বচ্চন বহু’ নামে। তাতেই আপত্তি জানান অভিনেত্রী।

২০০৮ সালে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে ‘বচ্চন বহু’ সম্বোধন করায় আপত্তি জানান ঐশ্বরিয়া। তাঁর কাছে এই সম্বোধনটি বেশ নাটুকে বলেই মনে হয়।

অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে হয়, এই ধরনের বিশেষণ চটকের জন্য ব্যবহার করা হয়। ‘বচ্চন বহু’ তকমাটা একটু নাটুকে। আমি একজন সাধারণ মেয়ে। নাম ঐশ্বরিয়া রাই। যে অভিষেক বচ্চনকে বিয়ে করেছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান