বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে পদ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন আক্তার নিপা মাহিয়া। যিনি মাহিয়া মাহি নামেই পরিচিত।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ-এর আদর্শে বিশ্বাসী সংস্কৃতি কর্মী / রাজনৈতিক সংগঠক / সমাজসেবক/ শিল্পী হিসেবে আপনার অতীত অবদান এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আপনাকে আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করছে।
আশা করি সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনি আরো সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করবেন।
You must be logged in to post a comment.