দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রুনা খান। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। সিনেমাতেও অভিনয় করেছেন রুনা। চল্লিশোর্ধ্ব এই অভিনেত্রীকে দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা।
প্রায়ই নো মেকআপ লুকে দেখা মেলে এই ভিনেত্রীর। সম্প্রতি মেকআপ ছাড়া নিজের ছবি প্রকাশ করেছেন রুনা। শুধু তাই নয়, নিজের চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হঠাৎ নিজেকে ধরা দিলেন অভিনেত্রী। আর এই চুল ছাঁটার নেপথ্যে কী, সেটিও জানালেন রুনা খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবর রুনা। তবে গত দুইমাস নিরব থাকলেও ফের সরব তিনি। নিজেকে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন রুনা। জানালেন, নিজের চুল নাকি নিজেই কাটেন; তাও আবার বটি দিয়ে। শিক্ষাজীবনে হল থেকে পাওয়া পুরোনো অভ্যাস বদলাতে পারলেন না। তাই তো নিজের চুল নিজে কেটে সেই হল জীবনকে স্মৃতিচারণ করলেন।
এক ফেসবুক পোস্টে রুনা লেখেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম (অভ্যাস) আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।
ওই পোস্টে রুনা আরও লেখেন, ‘এই বঙ্গদেশে বেশিরভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব। বটি দিয়ে ইচ্ছা করলে বটি দিয়ে কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়ে কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচবার আনন্দ।
You must be logged in to post a comment.