রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:২২ অপরাহ্ন

বক্স অফিসে সাড়া ফেলেছে ‘পনিন সেলভান-১’

ফোরাম প্রতিবেদক / ২১৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৭, ২০২২
বক্স অফিসে সাড়া ফেলেছে 'পনিন সেলভান-১'
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘পনিন সেলভান-১’ মণি রত্নম পরিচালিত ভারতীয় তামিল ভাষার একটি ইতিহাসবাহী মহাকাব্যিক চলচ্চিত্র। প্রায় ২৫০ কোটি রুপির মোটা অংক ব্যয়ে নির্মিত ‘পনিন সেলভান-১’ মুক্তির প্রথম দিন থেকেই রীতিমত সাড়া ফেলেছে বক্স অফিসে।

ক্যাটরিনার স্বামীর সিনেমা থেকে সারা বাদ

চলচ্চিত্রটি এরইমধ্যে তামিলনাড়ুর সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং ‘বিক্রমকে’ পেছনে ফেলে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হওয়ার মাইলফলকে পৌঁছেছে। মুক্তির পর থেকে মাত্র ২৫ দিন শেষেই চলচ্চিত্রটির মোট আয় প্রায় ৪৮৫.৬৫ কোটি রুপি বলে জানায় ভারতীয় বক্স অফিস। চলচ্চিত্রটি এরইমধ্যে স্থান করে নিয়েছে দর্শকদের মনে।

আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া

এটি কল্কি কৃষ্ণমূর্তির ১৯৫৫ সালের উপন্যাস, ‘পনিন সেলভান’ এর উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন একরাশ তারকা, যার মধ্যে বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, ত্রিশা, জয়রাম এর নাম উল্লেখযোগ্য। চলচ্চিত্রটি ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ স্ট্যান্ডার্ড এবং আইম্যাক্স ফর্ম্যাটে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান