ঝড়ের পর শান্তি ফিরেছে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি ওমর সানি ও মৌসুমীর ঘরে। নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক বেশ ভালোভাবেই ঘর সামলাচ্ছেন বলা চলে।
এই যেমন আজ পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশার জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে।
এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা আজকে তোমার জন্মদিন আজকে আমার চাওয়া আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীকে পড়াবা আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা।’
গেল বছরের ২৬ মার্চ ছেলে ফারদিন এহসান স্বাধীনের সঙ্গে ঘর বাঁধেন কানাডাপ্রবাসী সাদিয়া রহমান আয়েশা।
সম্প্রতি ওমর সানি ও মৌসুমী দম্পতি চিত্রনায়ক জায়েদ খানকে কেন্দ্র করে পারিবারিক জটিলতায় দেশজুড়ে আলোচনায় ছিলেন।
You must be logged in to post a comment.