গত ২রা নভেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিককে বিয়ে করা নিয়ে কম কটাক্ষের মুখোমুখি হননি তিনি। সেই কারণেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা চেপে রেখেছিলেন। কিন্তু মেয়ে হওয়ার পর মাতৃত্ব নিয়ে খুল্লমখুল্লা শ্রীময়ী। মেয়ের বয়স সবে ৫ দিন। বুধবারই কৃষভির প্রথম ঝলক ভাগ করে নিয়েছিলেন কাঞ্চন-ঘরণী। আর এবার স্বামী-স্ত্রীর আবেগঘন এক মুহূর্ত প্রকাশ্যে আনলেন।
সারাক্ষণ বউ-মেয়েকে আগলে রাখছেন কাঞ্চন। পার্কস্ট্রিট লাগোয়া বেসরকারি হাসপাতালে শ্রীময়ীর সঙ্গেই রয়েছেন অভিনেতা। হাসপাতালের স্টাফরা থাকা সত্ত্বেও তিনি নিজের হাতে যত্ন নিচ্ছেন তাঁর সন্তানের মায়ের।
বৃহস্পতিবার সাত সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। সঙ্গে কাঞ্চনের জন্য রইল একটি আবেগঘন বার্তা। ছবিতে দেখা গেল হাসপাতালের বেডে হেলান দিয়ে বসেছেন শ্রীময়ী। তাঁর ডান হাতে স্য়ালাইনের চ্যানেল। কাঞ্চন তাঁর মুখের সামনে ধরেছেন চায়ের কাপ। বউয়ে চা খাইয়ে দিচ্ছেন তিনি।
এই ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘ভালো কিংবা খারাপ সব পরিস্থিতিতেই যে মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার প্রেগন্যান্সি জার্নির প্রথম দিন থেকে যে মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে। আমার সব ফুড ক্রেভিং-এর আবদার মিটিয়েছে, আমার মুড সুইংস হাসিমুখে সহ্য করেছে। আমাকে ভালোবাসায় আগলে রেখেছে, এখনও রাখছে। মেয়ের যত্ন নিচ্ছে, রাতে আমার সঙ্গে বারবার উঠছে কেবিনে…. হয়ত তোমার জন্য়ই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম সুস্থভাবে। এই মানুষটা আমাকে পৃথিবীর সেরা উপহার দিয়েছে, আই লাভ ইউ সো মাচ’।
ছবির কমেন্ট বক্স অবশ্যই বন্ধ রেখেছেন শ্রীময়ী। বুধবার মেয়ের প্রথম ঝলক ভাগ করেনিয়েছিলেন শ্রীময়ী। সেখানে দেখা গেল কৃষভির নরম, তুলতুলে ছোট্ট শরীর। এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।
মেয়ের জন্মের খবর প্রথম হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়ে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।
গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ের ৯ মাস পূর্তিতে জীবনের সেরা উপহার পেলেন তারকা দম্পতি।
You must be logged in to post a comment.