শোবিজ তারকাদের অনেকে গান-অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতিবছরের মতো এবারও অমর একুশে বইমেলায় এসেছে তেমন ক’জন তারকার বই। এই প্রতিবেদনে পাঠকদের জন্য রইল সেই খোঁজ—
বইমেলায় এসেছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী। এটির শিরোনাম ‘রবি পথ’। যেখানে নিজের জীবনের পুরো জার্নিটি তুলে ধরেছেন তিনি। বইটি সম্পর্কে আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার; আবার কখনো মনে হয়, অনেক বিষয়ে না লিখলেই ভালো। তবু সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’ গত বছরের শেষদিকে প্রকাশিত এই বইটি থাকছে সুবর্ণ প্রকাশনীর স্টলে। প্রচ্ছদ এঁকেছেন অভিনেতার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত।
সামাজিকমাধ্যমে ফাহমিদা নবী প্রায়ই নিজের জীবনবোধ আর প্রতিদিনের যাপনের কথা লিখে রাখেন। এবার সেগুলোই মলাটবন্দি হলো। একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশনীর স্টলে আজ থেকে পাওয়া যাবে ‘ফাহমিদা নবীর ডায়েরি’। গায়িকার ভাষায়, ‘লিখতে ভালো লাগে ছোটবেলা থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাওয়ার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তেন, ডায়েরি লিখতেন, ভীষণ ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ তিনি জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় তাঁর মায়ের হাত ধরে বইটির মোড়ক উন্মোচন হবে। শিল্পী নিজেও সেদিন বইমেলায় উপস্থিতি থাকবেন।
অভিনয়ের চেয়ে এখন লেখালেখিতেই বেশি সময় দেন অভিনেত্রী শানারেই দেবী শানু। কবিতা, শিশুতোষ গ্রন্থ, উপন্যাস—সব মিলিয়ে এ পর্যন্ত ১৭টি বই প্রকাশ পেয়েছে তাঁর। এবারের বইমেলায় এসেছে শানুর থ্রিলার উপন্যাস ‘বাঘ মানুষ’। আজব প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে এটি।
এবারের বইমেলায় নিজের দ্বিতীয় বই নিয়ে আসছেন অভিনেত্রী সুষমা সরকার। এতে বিভিন্ন সময়ে লেখা কিছু গল্প মলাটবন্দি করা হয়েছে। বইটির নামও ‘দ্বিতীয়’। তবে এই দ্বিতীয় বলতে অভিনেত্রী বুঝিয়েছেন নারীদের কথা। সুষমা বলেন, ‘দ্বিতীয় নামে আমার এই গল্প সংকলনের প্রতিটি গল্পে আমি প্রকাশ করতে চেয়েছি বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারীর অবস্থান, একাকিত্ব, তাদের লড়াই ও ক্ষমতায়নের কথা।’ বইটি প্রকাশ করেছে শব্দশিল্প।
বইমেলায় একাধিকবার বেস্ট সেলার লেখক তালিকায় জায়গা করে নিয়েছেন ব্যান্ড অ্যাশেজ’র ভোকালিস্ট জুনায়েদ ইভান। এবারের মেলায় এসেছে তাঁর নতুন বই ‘লেখো’। এটি প্রকাশ করেছে ইউ পাবলিকেশনস। গায়কের ভাষ্য, ‘এই বইটি হবে আপনার এমন একটি আয়না, যেখানে আপনি নিজের চিন্তাগুলো দেখতে পাবেন। যেহেতু আপনার চিন্তায় অন্যকারো হাত নেই, তাই এই আয়না আপনাকে একা তৈরি করতে হবে।’ বর্তমানে রকমারি ডটকমে বইটির প্রি-বুকিং চলছে।
গল্প, উপন্যাস, ছড়া, কবিতা মিলিয়ে ৩০টির বেশি বই লিখেছেন সংগীতশিল্পী লুৎফর হাসান। এবার তিনি প্রকাশ করেছেন উপন্যাস ‘টাইপ-সি’। বইটি নিয়ে লুৎফর হাসান জানান, উদ্ভ্রান্ত ঝড়ের মতো হঠাৎ গ্রামের মানুষের জীবনে যুক্ত হয়েছে ডিভাইস ও ইন্টারনেট আসক্তি। সরল জীবনে বৈশ্বিক উন্নতি অতিক্রম করে সেখানে দখল নিয়েছে বিভিন্ন পাপাচার। ভিডিও করে ব্ল্যাকমেলের জালে সর্বস্বান্ত হচ্ছে অনেকে। তারই এক ট্র্যাজেডি উঠে এসেছে এই উপন্যাসে।
‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর অভিনেতা ফারুক আহমেদ এবার নিয়ে এসেছেন ‘হাউ মাউ খাও’। এ বইটি প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে। একই প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।
গায়িকা সাজিয়া সুলতানা পুতুল এখন পুরোদস্তুর লেখিকাই বটে। এবারের মেলায় তিনি প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। এটি প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে।
সংগীতের পাশাপাশি জয় শাহরিয়ার প্রকাশনার সঙ্গেও যুক্ত। তাঁর আজব প্রকাশনী থেকে প্রতিবছরই বিভিন্ন লেখকের একাধিক বই প্রকাশ পায়। অন্যদের লেখা প্রকাশের পাশাপাশি নিজের বইও প্রকাশ করেন জয় শাহরিয়ার। এবার তিনি নিয়ে এসেছেন তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’। এতে ৫৩টি কবিতা রয়েছে।
এবারের মেলায় এসেছে গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদের লেখা দুটি বই। ভালোবাসা, অনুভূতি ও জীবনের নানা রঙের সংমিশ্রণে লেখা গান ও কবিতার সংকলন ‘দূরে গোধূলি’ এবং উপস্থাপনা, রেডিও-টিভি প্রেজেন্টেশন ও আত্মবিশ্বাসী কথা বলার কৌশল নিয়ে লেখা ‘কথার জাদু’। বই দুটি পাওয়া যাবে ধ্রুপদী পাবলিকেশনসের স্টলে।
You must be logged in to post a comment.