লেখক হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম উপন্যাস ‘এই কাহিনি সত্য নয়’।
মেলার তৃতীয় দিন শুক্রবার বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন করা হয় বইটির। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।
কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার সময় কিছু স্মৃতি ও লেখকের কিছু কল্পনা স্থান পেয়েছে বইয়ের লেখনিতে।
বইটির বিষয়ে ফেরদৌস আহমেদ জানান, ‘আমার লেখা প্রথম বই। আমার লিখতে ভালো লাগে তাই আমি লেখার চেষ্টা করি। আমি আমার জীবনের স্মৃতি লিখেছি। চোখের সামনে ঘটে যাওয়া কিছু দৃশ্যের কথা লিখেছি। কিন্তু আমি মনে প্রাণে চাই আমার কল্পনার এই কাহিনি যেন সত্য না হয়।’
বইমেলায় প্রথমা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
You must be logged in to post a comment.