একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’ দিয়ে হলো এই প্রত্যাবর্তন। গত ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এটি।
অনেকদিন ধরেই বড় পর্দায় নেই বাপ্পারাজ, তবে হঠাৎ কেন এই চলচ্চিত্রটিতে কাজ করা—এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা বললেন, ‘সিনেমাটির গল্প ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি, তাই কাজটি করেছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ভালো গল্প ও চরিত্র পেলে আমার কাজ করতে আপত্তি নেই।’
থাকতে পারেন অপূর্ব, নিরাপত্তাহীনতায় সরে দাঁড়ালেন টলিউডের জিতু?থাকতে পারেন অপূর্ব, নিরাপত্তাহীনতায় সরে দাঁড়ালেন টলিউডের জিতু?
জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমাটি স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনীর ধর্ষণের শিকার এক নারীর গল্প নিয়ে নির্মিত। এ সিনেমায় মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।
১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন বাপ্পারাজ। একসময় চুর্টিয়ে কাজ করেছেন এই নায়ক। কিন্তু এখন কেন সেভাবে তাঁকে দেখা যায় না—কারণ হিসেবে বাপ্পারাজ বলেন, ‘আমি কাজ করতে চাই। কিন্তু যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র। বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই।’
প্রসঙ্গত, বাপ্পারাজ অভিনীত সিনেমার মধ্যে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ প্রভৃতি উল্লেখযোগ্য।
এদিকে, বাপ্পারাজ অভিনীত ‘সিক্রেট এজেন্ট’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার কাজ শেষ হয়েছে তিন বছর আগে। তবে কবে নাগাদ সেটা মুক্তি পাবে তা জানা নেই বাপ্পারাজের।
You must be logged in to post a comment.