বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ফ্ল‍্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ!

ফোরাম প্রতিবেদক / ১৪৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৬, ২০২২
ফ্ল‍্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ছুটির দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল টিনসেল নগরী। আত্মহনন করেছেন ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্কর। এদিন ইন্দোরে তাঁর ফ্ল‍্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। একটি সুইসাইড নোটও উদ্ধর হয়েছে বলে খবর। মামলা দায়ের হয়েছে থানায়।

গত বছর থেকেই ইন্দোরে থাকতে শুরু করেছিলেন বৈশালী। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি। অনুরাগীরা কোনো রকম অস্বাভাবিকতা লক্ষই করেনি। এদিন হঠাৎ করেই তাঁর আত্মহত‍্যার খবরে চাঞ্চল‍্য ছড়িয়েছে বিনোদুনিয়ায়। তাঁর ইন্দোরের ফ্ল‍্যাট থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, প্রেমঘটিত কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন বৈশালী।

বয়ফ্রেন্ডের সঙ্গে এক ফ্ল্যাটে বসবাস, পূজার মরদেহ উদ্ধার

হিন্দি ছোটপর্দার অত‍্যন্ত পরিচিত মুখ ছিলেন বৈশালী। ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ‍্যায়’ এর হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। সঞ্জনা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ইয়ে হ‍্যায় আশিকি, সসুরাল সিমর কা, সুপার সিস্টারস, বিষ ইয়া অমৃত: সিতারা, মনমোহিনী ২ এর মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে।

তবে বৈশালী খ‍্যাতির চূড়ায় ওঠেন সসুরাল সিমর কা সিরিয়ালে অঞ্জলি ভরদ্বাজ চরিত্রে অভিনয় করে। যথেষ্ট জনপ্রিয় হওয়ায় একাধিক সিরিয়ালেই দেখা মিলেছে তাঁর। শেষবার বৈশালীকে দেখা গিয়েছিল ‘রক্ষাবন্ধন’ সিরিয়ালে।

‘বিবাহ অভিযানে’ যাচ্ছেন নুসরাত ফারিয়া

উল্লেখ‍্য, গত বছর বৈশালীর ‘রোকা সেরিমনি’ বা বাগদান সেরিমনিও হয়েছিল। কেনিয়া নিবাসী চিকিৎসক ড: অভিনন্দন সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁর। কিন্তু শেষমেষমেষ ভেঙে যায় সে বিয়ে। যদিও তার কারণ জানা যায়নি। বাংলাহান্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান