সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ফেসবুক পেজ হ্যাকড, দুশ্চিন্তায় স্বস্তিকা!

বিনোদন ডেস্ক / ১৪৮ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৪, ২০২৪
ফেসবুক পেজ হ্যাকড, দুশ্চিন্তায় স্বস্তিকা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠোঁটকাটা বলে তাঁর বেশ দুর্নাম আছে। তবে তিনি এসব কিছু কখনও আমলে নেন না। কিন্তু এ সপ্তাহের শুরুতেই ঘটে যায় বিপত্তি। অভিনেত্রীর ফেসবুক পেজ হ্যাকড হয়ে য়ায়। তাই বেশ দুশ্চিন্তায় পড়েছেন এ অভিনেত্রী।

এমনিতেই সমাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজেসবার খুঁটিনাটি তুলে ধরেন সেখানে। বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘আমার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি করিনি।’’

তবে স্বস্তিকা প্রথম নন, বিভিন্ন সময়ে তারকাদের পেজ হ্যাক করা যেন চল হয়ে উঠেছে। যার ফলে মাঝেমধ্যে লাখ লাখ ফলোয়ারও হারাতে হয়েছে অনেক তারকাকে।

টালিউডের যেসব অভিনেত্রীদের বলিউডে অবাধ যাতায়াত, তাঁদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি তাঁর নতুন হিন্দি ছবি ‘লভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এ বার এর দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯শে এপ্রিল মুক্তি পাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান