অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেত্রী হিনা খান। সেখানেই বিগত কয়েকটি রাত ভয়ংকরভাবে কেটেছে তার। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও বিগ বসের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম এই তারকা।
এ তারকা কয়েক মাস আগেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবার কী হয়েছে, তা প্রথমেই দৃষ্টিতে পড়েনি সবার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে হিনা খান নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন।
এদিন প্রিয় তারকার স্টোরিজ দেখে অনেকেই চমকে উঠেছেন। জানতে চেয়েছেন, কী হয়েছে অভিনেত্রীর? তবে হিনা খান আশ্বস্ব করেছেন সবাইকে। জানিয়েছেন, চারদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। খুব জ্বর ছিল শরীরে।
এ নায়িকা লিখেছেন, ‘গত চারদিন ধরে খুব জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। কিন্তু তা বৃথা। কিছুতেই জ্বর কমছে না। ক্রমশ বেড়েই চলছে। প্রায় ১০২-১০৩ ডিগ্রি জ্বর রয়েছে গায়ে।’ একই সঙ্গে দুর্বলতা অনুভব করার কথাও প্রকাশ করেছেন হিনা খান।
এর আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন এ অভিনেত্রী। তার অভিযোগ ছিল―অতিরিক্ত দূষণের জন্য মুম্বাই নাকি বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। আর এমন অভিযোগের পরই হাসতপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণ জানা যায়নি ওই সময়।
You must be logged in to post a comment.