মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

ফের মা হতে চলেছেন নিম ফুলের ‘মৌমিতা’ মানসী

বিনোদন ডেস্ক / ৩৪ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
ফের মা হতে চলেছেন নিম ফুলের 'মৌমিতা' মানসী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কদিন আগেই মা হওয়ার মিষ্টি খবর ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। আর এবারে মা হতে চলার খবর মিলছে টলিপাড়ার আরেক জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্তর। নিম ফুলের মধু-তে এতদিন চুটিয়ে কাজ করেছেন। মাঝে সপ্তাহখানেকের বিরতি। ফের তিনি কোন গোপনে মন ভেসেছে-তে। আসলে বিরতিহীন প্রেগন্যান্সি জার্নি মানসীর। আপাতত চলছে ৫ মাস। সবরকম সাবধানতা অবলম্বন করেই কাজ করছেন।

মানসীর এটি দ্বিতীয় সন্তান আসছে। তাঁর একটি মেয়ে হয়। মানসী যদিও থবরটি গোপনই রেখেছিলেন। তবে সেট থেকে তা ছড়িয়ে পড়ে। অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তবে এখনই ছুটি নিচ্ছেন না। তাঁর ইচ্ছে ছিল সেট থেকেই সোজা হাসপাতালে ডেলিভারির জন্য পৌঁছে যাবেন। যদিও সেটা সম্ভব নয়। অভিনেত্রী নিজেইজানালেন, তাঁর প্রথমবার ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর। তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে। তবে যেহেতু সেটের সকলে সবরকম সুবিধা করে দিতে প্রস্তুত, তাই আপাতত সেরকম অসুবিধেয় পড়েননি তিনি।

তবে কিছু বছর আগেও ইন্ডাস্ট্রির মধ্যে রটেছিল মানসী আর তাঁর স্বামীর বিচ্ছেদের খবর। এমনকী, তাঁর আভাস দিয়েছিলেন তিনি নিজেই দিদি নম্বর ১ শো-তে এসে। তখন আসলে কাজের জন্য মানসী ছিলেন মুম্বইতে। আর বর কলকাতায়। ফলত, দুজনে দুপ্রান্তে থাকায় এসেছিল দূরত্ব। ‘স্বামীর প্রতি টান অনুভব করি না’ও বলেছিলেন।

তবে আপাতত মনে করা হচ্ছে, মানসী কলকাতায় ফিরে আসতেই, জোড়া লাগে ভাঙা সম্পর্ক। আর দ্বিতীয় সন্তান নেওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দম্পতি। মানসী জানিয়েছেন, কদিন পর মেটারনিটি ফোটোশ্যুটের ছবিও তিনি দেবেন।

নিম ফুলের মধু-তে কাজ করার আগে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের চরিত্রে দেখা যায় মানসীকে। কাটাকুটি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেন। মুম্বইতে তাঁকে দেখা যায় বান্নি চাও হোম ডেলিভারি-তে, যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক। কাজ করেন মো সে ছল কিয়া যায়ে নামে একটি ধারাবাহিকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান