আবারও চর্চায় হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও আর জিজি হাদিদের সম্পর্ক। দুই তারকার ডেটিংয়ের খবর মিলছে প্রায়ই।
বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন কয়েকটি গণমাধ্যম জানায়, এই তারকা জুটি এখনো একসঙ্গে সময় কাটান। তাঁরা দুজনেই একে অপরের সঙ্গ উপভোগ করেন। তবে ডিক্যাপ্রিও-জিজি দুজনেই শুরু থেকে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
সুপার মডেল জিজি হাদিদের পরিবারও এই জুটির সম্পর্ককে সমর্থন করছে বলেও দাবি সূত্রের। জিজির মা ইয়োলান্ডা ও বোন বেলা হাদিদ মনে করেন জিজি নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। এ ছাড়া জিজির কাছে সবচেয়ে অগ্রাধিকার তাঁর মেয়ে।
লিওনার্দো ডিক্যাপ্রিও এর আগে মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে সম্পর্কে ছিলেন। চার বছরের প্রেমের পর ২০২২ সালে এই জুটির বিচ্ছেদ হয়। এরপর জিজির সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। এ ছাড়া সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সুপারমডেল নীলম গিলের সঙ্গেও ঘনিষ্ঠতার খবর ছড়ায়। বেশ কয়েকটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গেছে।
এদিকে সুপারমডেল জিজি হাদিদের আগে আরেক তারকা জেইন মালিকের সঙ্গে সম্পর্ক ছিল। এই জুটি ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন।
You must be logged in to post a comment.