‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। যা দর্শকদের কাছে অনেক প্রশংসা পেয়েছে। এই ছবি দিয়েই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন ইধিকা পাল।
এবার ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলো এই দুই তারকা। আবারও এক সিনেমায় দেখা যাবে শাকিব-ইধিকাকে। জানা গেছে , শাকিব খান ‘বরবাদ’ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন। এতে আবারও শাকিবের বিপরীতে কলকাতার ইধিকা পালকে দেখা যাবে।
‘বরবাদ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা।
গত ঈদুল ফিতরে শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতায়োজনের এ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এবার সেই গানের নামেই সিনেমার করছেন শাকিব খান।
সূত্রগুলোর দাবি, আসছে সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মিশা সওদাগর অভিনয় করবেন
You must be logged in to post a comment.