নানা জল্পনা-কল্পনাকে বিদায় জানিয়ে ফের একসঙ্গে দেখা গেল অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণিকে। অভিনেত্রী শিরিন শিলার ভিডিও কলের ফ্রেমে একসঙ্গে দেখা গেছে তাদের।
বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ভিডিও কলে কথা বলার কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন শিরিন শিলা। সেখানে রাজ-পরী ও তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে ভিডিওতে কথা বলতে দেখা যায় শিরিন শিলাকে।
শিরিন শিলা স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে বলেন, ‘অভিনন্দন বান্ধবী পরীমণি। সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।’
তিনি আরও বলেন, ‘যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ, যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’
নতুন বছরের শুরুতেই সংসার ভাঙার খবর দেন আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত এক সপ্তাহ ধরে একের পর এক তথ্য বেরিয়ে আসছে রাজ-পরীকে ঘিরে। তবে স্বামীর সঙ্গে সাংসারিক বিবাদের মধ্যেও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রচারণায় রাজধানীর বিএএফ শাহীন কলেজে দেখা গেছে পরীমণিকে।
২০২২ সালের শেষ দিন সংসার বিচ্ছেদের ইঙ্গিত দেন পরীমণি। বছরের প্রথম দিনেই বিছানা-বালিশে রক্তমাখা ছবি প্রকাশ করেন তিনি। সেদিনই আনুষ্ঠানিকভাবে জানান, সুস্থভাবে বাঁচতে চান। তাই বিচ্ছেদ অবধারিত। রাজও গণমাধ্যমে বলেন, ‘আমি কোনও ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’
এ ঘটনার একদিন পরেই পরী গণমাধ্যমকে জানান, রাজ এখন তাদের বনানীর বাসায়। নানা ঘটনা ঘটলেও তারা একসঙ্গেই বসবাস করেন। গত ছয় দিনের মাত্র দুদিন রাজ-পরী আলাদা বাসায় ছিলেন। তিনি বলেন, ‘আমি আমার বাসায় (বনানী) আছি। দুদিন পর রাতে ও (রাজ) আমার বাসায় ফিরেছে।’
বেশ কিছু সূত্র বলছে, পরী-রাজের বিষয়টি যতটা ফেসবুকে আসছে, তাদের মধ্যে এলে এত কিছু হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরীর বেডরুমে রক্তমাখা বালিশের ব্যাপারে তাদের বসুন্ধরার বাসার ম্যানেজার এক সংবাদমাধ্যমে জানান, এটা রাজের হাতের রক্ত। তিনি বলেন, ‘ফ্ল্যাটগুলো দেখভাল করছি অনেক দিন। প্রতিদিনই তাদের (রাজ-পরী) সঙ্গে দেখা হয়। অনেকে ভেবেছেন, পরীমণি রাজকে মেরে রক্তাক্ত করেছেন; বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’
এদিকে, বুধবার সন্ধ্যাতেও গণমাধ্যমকে পরী জানান, তারা একসঙ্গে আছেন। সন্তানের মঙ্গলের বিষয়টি মাথায় রেখেই সবকিছু করবেন তিনি। অন্যদিকে চলছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রচারণাও।
You must be logged in to post a comment.